কনক্রিট হল একটি যাদুকরী নির্মাণ সামগ্রী যেটি উৎপাদনের সময় পছন্দমত নরম করা যায় আবার শক্ত হলে কাংখিত পরিমাণ শক্তি( Compressive Strength) আনায়ন করা যায়।
কনক্রিট উৎপাদনের আধুনিকায়ন অনেক আগেই হয়েছে উন্নত বিশ্বে আমাদের দেশেও হয়েছে। গত ১৫ বছর কনক্রিট উৎপাদনের আধুনিকায়ন ভোক্তা পার্যায়ে চলে আসে এবং উন্নয়নের গতি তরান্বিত হয়।
কনক্রিট হল একটি মিশ্রণ যে মিশ্রণকে ব্যাবহার যোগ্য করতে প্রোয়জনীয় পরিমাণ নরম করে কাজের ধরন অনু্যায়ী উৎপাদন করা ও ব্যবহার করা হয়।
যে সকল কাচা মাল দ্বারা কনক্রিট উৎপাদন হয়ঃ
১/ সিমেন্ট
২/ খোয়া/ কংকর /stone chips
৩/ বালি/ পাথর ভাংগাবালি৪/ পানি - খাবার উপযোগী পানি
৫/ মিক্স প্রভাবক- Admixture
উপরোক্ত কাচামাল মিক্স করার আগে ঠিক করতে হবে কি পরিমান শক্তির জন্য উৎপাদন করা হবে। মিক্স করার পদ্ধতি দুই ধরনের:
টুকরিমাপ/ Bucket Measurement - Volume mix বা Ratio
ওজন মাপ /weigh batch -ওজনের মাধ্যমে ঠিক করা হয়।
পদ্ধতিগুলোতে যে ফলাফল আসে অর্থাৎ সিমেন্ট বালু পাথার ও পানির যে পরিমান আসে তাকে বলা হয় Recipe. Recipe ঠিক হলে সিদ্ধান্ত নিতে হয় পরিমান করন ও মিক্স কিভাবে হবে। আধুনিকায়ন এখানে হয়েছে।
হাতে মিক্স (Hand mix): সব মালামাল একজায়গায় এনে কোদাল ব্যালচা দিয়ে মিক্স করা হয়।বাস্তবে এটি খুবই কঠিন এবং এর Quality ঠিক করা যায় না।
সাইট মিক্স :
সাইটে মিক্সার মেশিন এনে Ratio অনুসারে টুকরি মাপে সব কাচামাল মেপে মেপে মিক্সারে ঢালা হয় এর পর মিক্স করা হয়।তবে,এই মিক্সার এর সাইজ নির্ভর করে সিমেন্ট ব্যাগের উপর।
সিমেন্ট ব্যাগ এর অনুপাতে অন্যান্য কাচামাল মিক্সার এর Drum এ দেয়া হয় মাথায় করে তারপর মিক্স করা হয়। এক্ষেত্রেও Quality ঠিক রাখা খুবই কঠিন। সাধারনত টালি খাতায় কাচামালের আলাদা আলাদক পরিমান লিখে রাখা হয়। মনোযোগের ঘাটতি হলে এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি।
আধুনিক পদ্ধতি : Batching ও Mixing plant ব্যবহার করে কনক্রিট উৎপাদন, এই পদ্ধতিতে কনক্রিটের Slump and targeted strength অনুসারে Recipe আগেই ঠিক করা হয়।মেশিনের system এ recipe আগেই দিয়ে দেয়া হয়। সব কাচামাল পরিমানমত সংক্রিয় ভাবে ওজন করে mixer এ ঢেলে দেয়। mixer সয়ংক্রিয়ভাবে mix করে। পুরো ব্যবস্থাপনা Software ও PLC নিয়ন্ত্রিত হয়। এখানে টেম্পারিং এর সুযোগ থাকে না। এবং batching ও mixing শেষে সয়ংক্রিয়ভাবে print বেরিয়ে আসে।পুরা প্রক্রিয়াকে Batching বলে।
Mixer এ আনার পর শক্তিশালী মিক্সার দিয়ে মিক্স করে সরাসরি Transit Mixer / pump/ Dump Truck এ ঢেলে দেয়া হয়। পুরা প্রক্রিয়া সয়ংক্রিয় এবং লক্ষ লক্ষ batch এভাবে চালান যাবে।
ভবিষ্যতে কনক্রিট এর আরও আধুনিকতা আমরা প্রত্যক্ষ করব।